সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার মাদমবিবির হাট এলাকায় রেল লাইনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে ।
সোমবার রাত সাড়ে সাতটার সময় মাদামবিবির হাটস্হ আবুল খায়ের ষ্টীল মিলের ৪ নম্বর গেইটের পার্শ্বে ভাঙ্গা ব্রীজ এলাকায় রেল লাইনে এক অজ্ঞাত যুবক আহত অবস্হায় পড়ে থাকতে দেখে আবুল খায়ের ষ্টীল মিলের ব্যবস্থাপনা পরিচালক খবর পেয়ে গুরুতর আহত যুবককে শ্রমিদের দিয়ে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ধারনা করা হচ্ছে রেল লাইনে হাঁটার সময় অথবা চলন্ত ট্রেন থেকে পড়ে যায় অজ্ঞাত যুবকটি।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মান্নান কিছুই জানেন না বলে জানান।