
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নগর বিএনপি ঘোষিত ৩৯টি ওয়ার্ডে নতুন সদস্যসহ সকল সদস্যদের তথ্য ব্যাংক গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এই তথ্য ব্যাংক ভবিষ্যতে বিএনপিকে অতীতের যে কোন সময়ের চাইতে সুসংগঠিত দল হিসেবে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে এক হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসব্যাপী সদস্য সংগ্রহের পরেও চলমান প্রক্রিয়া হিসেবে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি শনিবার বিকেলে নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলী আব্বাস খানের সভাপতিত্বে ও নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মো. ইয়াছিন চৌধুরী লিটন, খুলশী থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. শাহ্ আলম, বায়েজিদ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জি.এম আইয়ুব খান, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক মো. আকতার খান, বিএনপি নেতা মাহাবুব আলম রানা, মো. মুছা আলম, মো. সালাউদ্দিন লাতু, হাজী মনিরুল ইসলাম, মো. আলী মিন্টু, মিজানুর রহমান, মো. সেলিম রসুল, হাজী মো. সোলাইমান, ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন, মো. রাশেদ, যুবদল নেতা মো. আলমগীর, ওসমান সরওয়ার সিন্টু, মো. সাদেক, ইসমাইল হোসেন হিরু, মো. সাইফুল, মো. আলী আক্কাস খান, মো. রাশেল খান, আবদুস সামাদ প্রমুখ।
সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেও বিএনপি’র এনায়েত বাজার ওয়ার্ড শাখার সদস্য হিসেবে নির্ধারিত সদস্য ফরম পূরণ করেন।
বহুদিন পর মনেহয় দল সঠিক সাংগঠনিক পথে আগাচ্ছে।শুভ কামনা রইল।