চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ গুড়োদুধ আটকঃ ব্যবসায়ীকে জেল

চট্টগ্রাম ভেজাল ও মেয়াদোত্তীর্ণ গুড়োদুধসহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাঝির ঘাট মেসার্স নাসির ব্রাদার্স’র গুদাম থেকে ৪,৪০০ বস্তা মেয়াদোর্ত্তীন ভেজাল গুড়ো দুধ উদ্ধার করা হয়। এসময় মোঃ নাজিম উদ্দিন (৩৭) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরমান এলাহী অনুপম ভ্রামমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় নাজিমকে ৩ মাসের কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।