অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সন্দ্বীপে ২৪ জলদস্যু আটক, অস্ত্র ও বোট উদ্ধার

0
dakat
.

চট্টগ্রামে সন্দীপ উপজেলার থেংকার চর এলাকায় ২৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের একটি টিম।

শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন : জামাল, মোহাব্বত, ফারুক, সুমন, কেফায়াত, মাইন উদ্দিন, বাহার, আল আমিন, শাহেদ, নিজাম(১), বাবুল, নুর হোসেন, আমির হোসেন, বোরহান উদ্দিন, আমিনুল হক, দিদারুল ইসলাম, ফরিদ মিয়া, নিজাম উদ্দিন, সিরাজ উদ্দিন, সিদ্দিক মিয়া, আহসান উল্লাহ, আব্দুর সাত্তার ও জসিম উদ্দিন।

ramda
.

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কামান্ডার  লে:  কর্নেল শহীদুল ইসলাম। তিনি জানান, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জলদস্যু কে আটক করা হয়। অভিযানে ২টি বোট, ১টি জেনারেটর, ৮ টি রামদা, আড়াই হাজার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটককৃতদের সন্দীপ থানায় হস্তান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।