অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীর শঙ্খ নদীতে যাত্রীবাহি নৌকা ডুবি

1
1
ফাইল ছবি।

চট্টগ্রামে বাঁশখালির তৈলার দ্বীপ এলাকায় শংখ নদীতে একটি যাত্রীবাহি নৌকা ডুবে গেছে। এতে ডুবে যাওয়া ১৭ জনকে উদ্ধার করা হলেও এখনো ২ ছাত্রী নিখোঁজ রয়েছে বলে জানাগেছে।

নিখোঁজ দুই ছাত্রী হলো- জান্নাতুল মাওয়া (১২) ৬ষ্ঠ শ্রেণী ও আনুফা আক্তার (১৩) ৭ ম শ্রেণী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডুবরীদের একটি টিম ঘটনাস্থলের গেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক মু. জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঁশাখালি জুঁইদণ্ডি গ্রাম থেকে নদী পার হয়ে স্কুলে যাবার সময় এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে মোট ১৯ জন ছাত্র ছাত্রছাত্রী ছিল। তারা নদী পার হয়ে অপর তীরে স্কুলে যাচ্ছি।

তিনি জানান, প্রতিদিন যে নৌকা দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে সেটি নষ্ট হয়ে পড়ায় অন্য আরেকটি ছোট নৌকা দিয়ে আজ নদী পার হচ্ছি ছাত্রছাত্রীরা। কিন্তু নৌকাটির ধারণ ক্ষমতা ১০/১২  জন হলেও এটিতে ছিল মাঝি সহ ২০ জন। এছাড়া নদীর মাঝ পথে গিয়ে নৌকাটি শক্ত কোন বস্তুর সাথে ধাক্কা খওয়ায় এটি উল্টে যায় বলে উদ্ধার হওয়া ছাত্রছাত্রীরা জানিয়েছে।

বাশঁখালি থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, ইতোমধ্যে স্থানীয়দের সহযোগিতায়  নৌকার মাঝিসহ ১৭  ছাত্র ছাত্রীকে উদ্ধার করা হলেও ২ জন ছাত্রী এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবরী নামানো হয়েছে।

তিনি জানান, উদ্ধার করা কয়েকজন ছাত্র ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

১ টি মন্তব্য
  1. Iqbal Parvez Parvez বলেছেন

    আনোয়ারার জুঁইডন্ডী গ্রাম এ তৈলারদ্বীপ নয়