অবশেষে মারা গেলো সেই নবজাতক

চট্টগ্রামে বেসরকারী ক্লিনিক সিএসসিআরে চিকিৎসক দম্পতি’র জীবত নবজাতকে মৃত্যু ঘোষণা করা সেই নবজাতক অবশেষে মারাই গেলো।
আজ বুধবার দুপুর দেড়টায় ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন নবজাতকটি মারা যায় বলে নিশ্চিত ম্যাক্স হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাশগুপ্ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত একটায় সিএসসিআর হাসপাতালে ডা. রিদওয়ানা কাউসার তুষারে বাচ্ছা প্রসব হয়। জন্মগ্রহণ করার দুই ঘন্টার মধ্যে বাচ্ছাটিকে মৃত ঘোষনা করে ডেথ সাটিফিকেট দেয় হাসপাতল কর্তৃপক্ষ। মৃত্যু সনদ দিয়ে একটি প্যাকেটে করে ওই নবজাতককে দেয়া হয় মা ডা.রিদওয়ানা কাউসার তুষারের কাছে। প্যাকেট খুলে বাচ্চার মুখ দেখতেই বিস্মিত তিনি। তিনি দেখতে পান বাচ্ছা নাড়াচড়া করছে ।

বিষয়টি দ্রুত হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের জানান। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলেন। বললেন বাচ্চা নড়াচড়া করছে না গায়ের মাংস নড়ছে।
এই অবস্থায় ডা.রিদওয়ানা কাউসার তুষার নিজেই বাচ্চাকে নিয়ে গেলেন চাইল্ড কেয়ার হাসপাতালে। হাসপাতালের ওয়ার্মারে দেওয়ার পর শরীর স্বাভাবিক হলো। তারপর সেখান থেকে নগরীর ম্যাক্স হাসপাতালে ওই বাচ্চাকে ভর্তি করা হয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত আর নবজাতকটিকে বাঁচানো সম্ভব হয়নি। সিএসসিআরে চিকিৎসকদের গাফেলতির এবং সিদ্ধান্তের কারণে নবজতকের মৃত্যু হয়েছে বলে দাবী করে অভিভাবক চিকিৎসক দম্পতি।
তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানা।
এদিকে জন্মের পর জীবিত শিশুকে মৃত্যু ঘোষণা করে প্যাকেট করা এবং ডেথ সার্টিফিকেট দেয়ার ঘটনায় গতকাল বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হলে এনিয়ে তোলপাড় পড়ে যায়। শেষ পর্যন্ত সিএসসিআর কর্তৃপক্ষ এ ঘটনার তদন্তে একটি কমিটি ঘোষণা করে।
খুবই দুঃখজনক
আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে রক্ষা করুন।আর সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হউক।
https://mobile.facebook.com/জেএম-কর্পোরেশনjm-Corporation-786484621461984/