অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে চটের বস্তার গুদামে আগুন: ক্ষতি ১০ লাখ

0
file
ছবি: প্রতিকী।

চট্টগ্রাম বাকলিয়া থানার ড্রামপর্তি এলাকায় পঞ্চমতলার একটি ভবনের নিচের তলায় চটের বস্তার গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গুদামের ৮০ শতাংশ পুড়ে যাওয়া ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আর উদ্ধার হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে আজমির ট্রেনিং নামক ওই গুদামে এ আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সকাল ১০টায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম বলেন, আনোয়ার ইসলাম নামে এক মালিকের ব্যক্তিগত মালিকানাধীন ওই চটের গুদামে অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ছয় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।