অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুদকের মামলায় চসিক নির্বাহী প্রকৌশলী আটক

0
3vw1sy7b20161002131432
দুদক কার্যালয়, চট্টগ্রাম।

দুর্নীতির মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমানকে আটক করেছে দুদক। রবিবার সকাল সাড়ে দশটায় নিজ কর্মস্থলে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আজিজ আহমেদ ভূঁইয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো.মাহমুদুল ইসলাম মাহমুদ ।

সুত্র জানায়,তার হিসাব বিবরনীতে ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার সম্পদ পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি দুদককে।

২০০৯ সালে সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এনিয়ে তাঁকে নোটিশ করে দুদক। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি ।

দুর্নীতির দায়ে অভিযুক্ত এম সাইফুর রহমানকে গত ১ আগস্ট পদোন্নতি দিয়ে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয় চসিক। বর্তমানে সাইফুর চসিকের সিভিল প্রকৌশল বিভাগে কর্মরত আছেন।

গত ১৩ জুলাই দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন তা অনুমোদন দেয়। ১৭ জুলাই হামিদুল হাসান বাদি হয়ে নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে দুদক আইনের ২৬ (২) ও ২৭ (১) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।