অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আফরোজা আব্বাস মহিলা দলের সভাপতি নির্বাচিত

4

afruja_abbusবাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন বিএনপির নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে তিনি এই কমিটির সহসভাপতি ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি অনুমোদন করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে।

এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন নূরজাহান ইয়াসমিন। সহসভাপতি জেবা খান। সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

একই সঙ্গে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) জাতীয়তাবাদী মহিলা কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন পেয়ারা মোস্তফা আর সাধারণ সম্পাদক আমেনা বেগম। দক্ষিণে সভাপতি হয়েছেন রাজিয়া আলিম আর সাধারণ সম্পাদক শামসুননাহার বেগম।

৪ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    Congratulations

  2. Shahed Akboer বলেছেন

    বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা : আগামী ০৪ (চার) দিন মহিলা দলের কমিটি কোন ধরণের অভিনন্দন বা শুভেচ্ছা গ্রহণ করবে না! ——————————————— ————————————— বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ আজ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর রাত ৩-৩৭ মিনিটে সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)! তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ! এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মরহুম আ স ম হান্নান শাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণ ও আদর্শের প্রতি গভীরভাবে আস্থাশীল থেকে দল ও দেশের প্রতি যে কমিটমেন্ট নিয়ে দায়িত্ব পালন করেছেন তা দলের প্রত্যেক নেতাকর্মী ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে! ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ভয়-ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন সংগ্রাম করে গেছেন! আন্দোলন সংগ্রামে তাঁর যে নির্ভিক ভূমিকা, দলীয় নেতাকর্মীরা সেটি অনুসরণ করতে পারলেই তাঁর আত্মা শান্তি পাবে! তাঁর মৃত্যু দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি!” আফরোজা আব্বাস এবং সুলতানা আহমেদ মরহুম আ স ম হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনা করে শোকবিহব্বল পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান! আজ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষনা করায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, একই দিনে দলের অন্যতম কান্ডারী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হবার কারনে আগামী ০৪ (চার) দিন সারাদেশে বিএনপি ঘোষিত কর্মসূচিতে একাত্ব হয়ে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি পালন করবে! এমতাবস্থায় নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি কোন ধরণের অভিনন্দন বা ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন! বার্তা প্রেরক (হেলেন জেরিন খান) যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি মোবাইল :০১৭১৫-২২২৪৭৭