অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে ১০টাকার চাল চুরি করে বিক্রি : আটক ১, দুই গোডাউন সীলগালা

2
22
দশ টাকা দামে চাল বিক্রির একটি দৃশ্য। ফাইল ছবি।

প্রধানমন্ত্রীর দপ্তরের ঘোষিত ১০টাকা কেজি চাল হতদরিদ্রদের মাঝে বিক্রি না করে অবৈধ ভাবে পাচারের সময় বিপুল পরিমান চালের বস্তাসহ দুইটি গোডাউন জব্দ করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।

এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। সোমবার দিবাগত রাত ১০টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এঘটনা ঘটে।

ফটিকছড়ির ইউএনও মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয় সূত্র জানায়, দাঁতমারা ইউনিয়নে ১০ টাকার চাল বিক্রির জন্য স্থানীয় জনপ্রতিনিধির কারসাজীতে জনৈক ফারুক ও চট্টগ্রাম মহানগর শিবির নেতা জব্বারের ভাই আদনান পারভেজকে ডিলার নিয়োগ করা হয়। তারা তাদের ইচ্ছে মতো ব্যক্তির নামের তালিকা তৈরী করে । যেখানে বাস্তবতার কোন মিল নেই। এমন অভিযোগ করছিলেন ইউপি সদস্য সুব্রত ও আনোয়ার হোসেন।

গত শুক্রবার ও শনিবার তাদের এলাকার লোকেরা ডিলার ফারুকের দোকানে গিয়ে ঠিক মতো চাল পায়নি। তখন তারা প্রতিবাদ করলে ডিলার ও জনৈক জনপ্রতিনিধির সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে গত দুই দিন থেকে এলাকায় ছাপা উত্তেজনা চলছিল।

সোমবার দুপুর ২টায় শান্তিরহাট বাজারের এনাম সওদাগরের চালের গুদামে তারা চালের বস্তা অন্যত্র পাচারের খবর পেয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করে। তখন সংশ্লিষ্ট ডিলার ফারুক ও তার পার্টনার আদনান পারভেজ সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের ব্যাপক মারধর করে। তারা বিষয়টি ভূজপুর থানা ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনকে অবহিত করে।

এদিকে ব্যাপক অনিয়মের খবর ফটিকছড়ির সর্বত্র প্রচার হলে সোমবার রাত ১০টায় ফটিকছড়ির ইউএনও’র নেতৃত্বে শান্তিরহাট বাজারে ডিলার ফারুকের গোডাউন ও এনাম সওদাগরের গোডাউন তল্লাশি করে প্রায় ১শ বস্তা চাউল অমিল পাওয়া যায়। তখন গোডাউন দুটি সিলগালা করে।

এসময় এনাম সওদাগরের ভাই সাইদুল নামে এক ব্যক্তিকে আটক করে প্রশাসন। এসময় ডিলার ফারুক কৌশলে পালিয়ে যায়। অভিযানে ফটিকছড়ি উপজেলা খাদ্য কর্মকর্তা রুপান্তর চাকমা ও ভূজপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খাদ্য অফিস থেকে ছাড় হওয়া চাউলের বস্তার অনিয়ম ও অপর একটি গোডাউনে সরকারী চাউলের বস্তা পাওয়ায় দুটি গোডাউন সীলগালা করা হয়েছে। আমাদের অভিযান চলছে।

২ মন্তব্য
  1. Shohel Rozario বলেছেন

    আমাদের দেশে বেশির ভাগ লোকের অবৈধ চিন্তা ছারা ভালো চিন্তা করা সম্ভব হচ্ছে না কেন????? দেশের লোকদের কি করা উচিত?

  2. মোঃ তারেক বলেছেন

    আমি আপনাকে লিঙ্ক দিব আপনি আপনার পেজে দিবেন আপনার Vew বাড়বে তারেক https://youtu.be/2tpKtwTrvhc