টিএসপি সার কারখানায় রাসায়নিক গুদামে গ্যাস নির্গত ও আগুন

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গাস্থ টিএসপি কমপ্লেক্স লিমিটেড (সার কারখানা) একটি রাসায়নিক গুদামে গ্যাস নির্গত এবং আগুন লাগার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার পর থেকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে খবর পেয়ে পতেঙ্গা, ইপিজেট ও আগ্রবাদ স্টেশন থেকে ৩টি ইউনিটের ৬টি গাড়ি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, কারখানার একটি গুদামে উন্মুক্ত রক সালফার নামানোর সময় এই গ্যাস নির্গত এবং আগুন লাগার ঘটনা ঘটেছে।