অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১৫

0
56054_1
ছবি: প্রতিকী।

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটা এবং ৯টার  দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনা দুটি সংগঠিত হয়।

এর মধ্যে সোনাপাহাড় বিএসআরএম গেইটে ট্রাক ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত দুজনই বিএসআরএম স্টিল মিলের শ্রমিক বলে জানাগেছে। তারা হলেন, সোনাপাহাড় এলাকার সৈয়দুল হকের ছেলে মোশারাফ (৩২) এবং সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার দুলা মিয়ার (২৭)।

জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন ও জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা দুর্ঘটনার দুটি নিশ্চিত করেন।

তারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় মহাসড়কের মধ্যম সোনাপাহাড় বিএসআরএম গেইট এলাকায় একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৪৬৫) পাকিং করা অবস্থায় ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ ১১-০৪০৪) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।

এসময় বিএসআরএম স্টিল মিল ছুটি হলে ট্রাকটি দুই শ্রমিককে ছাপা দেয়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

অপরদিকে রাত নয়টার সময় চট্টগ্রামগামী মুক্তা পরিবহনের একটি বাস সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে আহত হয় প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।

আহতদের নাম জানাতে পারেনি পুলিশ। আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।  দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।