সিটি কলেজের সাবেক এজিএস ইমনের মায়ের ইন্তেকাল

চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস ও ছাত্রলীগ নেতা আনিছুর রহমান ইমনের মা নাসিমা আক্তার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বুধবার রাতে তিনি হ্নদক্রিয়ায় আক্রান্ত হলে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পর রাত ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করে বলে তার জামাতা মোহামদ দিদারুল আলম নিশ্চিত করেন।
মৃত্যুকালে নাসিমা আক্তার ২ ছেলে ৪ মেয়ে স্বামীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বৃহস্পতিবার বাদ জোহর নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ইকবাল রোড়স্থ বাসভবন প্রাঙ্গনে প্রথম এবং বাদ আছর আনোয়রা উপজেলার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।
Inna lillahi owa inna ilaihi rajiun