কর্ণফুলি নদী থেকে বোটসহ ১০ জলদস্যু গ্রেফতার
চট্টগ্রামে ১০ জলদস্যু কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই দশ মন ইলিশ ও বহন করা ১ টি বোট জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোরে নগরীর পতেঙ্গা ১৫ নং ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মীর কাসেম, আবদুর রশিদ, রুবেল, আলমগীর, ইয়াহিয়া, ছালেক, খোকন, বাবুল , জহিরুল ইসলাম ও মানিক।
বৃহস্পতিবার বিকালে পতেঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর ও কর্নফুলীর মোহনায় জেলেদের কাছ থেকে জোরপূর্বক ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পতেঙ্গা ১৫ নং ঘাট থেকে ১০ জলদস্যু কে গ্রেফতার করে। এসময় পুলিশ লুট করা ইলিশ মাছ সহ তাদের বহন করা বোটটি জব্দ করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।