চট্টগ্রামে কোটি টাকার আফিম উদ্ধার, আটক ২
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানার বহদ্দার হাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি আফিম উদ্ধার করেছে র্যাব-৭। এসময় দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় র্যাব এ অভিযান চালায়।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবারে সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন খবরের ভিক্তিতে র্যাবেরেএকটি টিম চাঁদগাও থানার বহদ্দারহাট (শাহ আমানত সংযোগ সড়ক) হাইওয়ে কমপ্লেকের সামনে অভিযান চালিয়ে ২ কেজি আফিম (মাদক) সহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে।
উদ্ধার করা মাদকের এক কোটি টাকা বলে জানান এ কর্মকর্তা।
এ ব্যাপারে বিস্তারিত দুপুরে প্রেসব্রিফিং এ জানানো হবে।