প্রশিক্ষণ সফরে ভারত ও শ্রীলংকায় গেছে নৌ-বাহিনীর দুই জাহাজ

বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ প্রশিক্ষণ সফরে ভারত ও শ্রীলংকায় গেছে। ৫১১ জন সদস্য নিয়ে ২২ দিনের সফরে যাওয়া জাহাজ দুটি হলো ‘সমুদ্র অভিযান’ ও ‘সমুদ্র জয়’।
আজ রবিবার বেলা ১২টার জাহাজ দুটি ভারত ও শ্রীলংকার উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। প্রশিক্ষণ সফরে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজকে বিদায় জানানো হয়।
নৌ বাহিনীর এবং সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে জাহাজ দুটি ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে ২১-২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর শ্রীলংকার কলম্বো বন্দরে অবস্থান করবে। আগামী ৯ অক্টোবরে ২২ দিনব্যাপী সফর শেষে জাহাজ দুটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

প্রশিক্ষণ সফরে নৌবাহিনীর ৩৩ জন কর্মকর্তা,২৮ জন প্রশিক্ষণার্থী (দুই জন মহিলা) ৯৭ জন ক্যাডেট (২২ জন নারী) ৩৪৪ জন নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ জন কর্মকর্তা সহ মোট ৫১১ জন নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেন।
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দুটি প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বৃদ্ধি এবং বাংলাদেশের সাথে ভারত ও শ্রীলংকার মধ্যকার বিরাজমান সু-সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হয়।
এছাড়া এই সফরের মাধ্যমে দুটি দেশের সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ এবং নৌ-নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হওয়াসহ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়ন হবে বলে আশা করা হয়।
বিদায়ী অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এ্যাডমিরাল এম আখতার হাবীব এবং সহকারী নৌ প্রধান(পার্সোনাল) রিয়ার এ্যাডমিরাল এম শাহীন ইকবালসহ স্থানীয় নৌ-কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।