রাঙ্গুনিয়াতে বেড়াতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক কাদের গণি

চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সাংবাদিক নেতা ও বিএনপির তথ্য-গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী ও তার পরিবারের উপর ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা। কাদের গণি জাতীয় প্রেসক্লাব এর সাবেক যুগ্ম সম্পাদক।
গতকাল বিকাল সাড়ে ৫টার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালিয়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাদের গণি ও তার পরিবারের সদস্যরা অক্ষত থাকলেও তাদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন স্থাসীয় যুবক ও ছাত্র যুবদলের নেতা কর্মী।
এর মধ্যে সাইফুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে এঘটনার ব্যাপারে অবগত নন বলে জানান, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ৃন কবির। তিনি জানান, এধরণের হামলার ঘটনা আমার নলেজে নাই। তবে আমি খোঁজ খবর নিয়ে দেখবো।
সাংবাদিত কাদের গনি চৌধুরী পাজানান, ঈদুল আজহা উপলক্ষে তিনি সপরিবারে গ্রামে গিয়েছিলেন। ঈদ শেষে রাজধানী ঢাকা ফেরার আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবর জিয়ারত করতে রাঙ্গুনিয়া যান। সেখান থেকে তিনি তার এক সৌদিপ্রবাসী বন্ধুর বাড়িতে দাওয়াত রক্ষা করতে পাশের কোদালিয়া গ্রামে যান। রাস্তা সমস্যার কারণে তাদের বহনকারী গাড়িটি তার বন্ধুর বাড়ি থেকে একটু দূরে রাস্তায় রেখে যান। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ দলের অর্ধশতাধিক নেতাকর্মীও তার বন্ধুর বাড়িতে উপস্থিত হয়। বিকাল সাড়ে ৫টার সময় দাওয়াত খেয়ে তিনি যখন সপরিবারে গাড়িতে ফিরছিলেন তখন হঠাৎ করেই সশস্ত্র একদল লোক তাদের ওপর হামলা করে।

এ সময় কাদের গনি চৌধুরী ও তার স্ত্রী-সন্তানদের রক্ষা করতে গিয়ে ছাত্রদলের কয়েকজন কর্মী আহত হন। সাইফুল ইসলাম নামে এক ছাত্রদল কর্মীকে হামলাকারীরা ব্যাপক মারধর করে। হামলার খবর পেয়ে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং এ সময় সরকার দলীয় কয়েকজন স্থানীয় নেতা তাদের গাড়িতে তুলে দেন। কাদের গনি চৌধুরী বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। বন্ধুর বাড়িতে একটি দাওয়াতে গিয়েছিলাম। এমন ন্যক্কারজনক হামলার মুখে পড়বো ভাবতেই পারিনি।
এদিকে রাঙ্গুনিয়াতে সাংবাদিক নেতা ও বিএনপির কেন্দ্রিয় নেতা কাদের গণি, তার পরিবার এবং স্থানীয় যু্বদল ছাত্রদলের নেতাকর্মীদের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। তারা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।
রাঈুনিয়া এত অনিরাপদ জায়গা কবে
তেকে হল জানি না তবে রাঈুনিয়ার
মানুষ এথ হিংসা পরায়ন ছিল না আগে
একটা লোক বেডাতে জাবে রাঈুনিয়াই তার
বৌ ছেলে তার সাথে সন্ত্রাসি আচারন
করবে ভড দুঃখের বিষয়
যেখানে রাজধানীতে ম্যাজিস্টেট কোর্ট পক্ষপাতিত্ব করে সেখানে সামান্য একটি গ্রামের কি অবস্থা তাতো ধারনা থাকা দরকার।