অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম মহানগরীতে গ্রেফতার ৪০

0
13880253_1821477038068222_626421951865600266_n
ছবি: প্রতিকী

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪০জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ১,৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯০ লিটার মদ ও ৫০০ গ্রাম গাঁজা, ১টি রিক্সা, ২০০ ক্যান বিয়ার ও ১টি ইঞ্জিন চালিত বোট। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৮টি মামলা রুজু হয়।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এঅভিযান চলানো হয়।

সিএমপি জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ৩ জন ও সিআর ৫ জন আসামী রয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘন্টায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক ৯৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২০টি। কাগজপত্র বিহীন গাড়ী আটক করা হয় ৩টি, তন্মধ্যে বাস আটক ২টি।