অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে গ্যাস সংযোগের দাবীতে বিক্ষোভ

0
.

চট্টগ্রাম মহানগরীতে ২৫ হাজার গ্রাহকের গ্যাস সংযোগের দাবীতে আজ সোমবার সকালে নগরীর পাঁচলাইশে কেজিডিসিএল কার্যালয়ের সামনে ঠিকাদার ও গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের অভিযোগ যাবতীয় শর্তাবলি পূরণ করার পরও কর্মকর্তাদের গাফিলতির কারণে দীর্ঘ পাঁচ বছরেও গ্যাস সংযোগ পাননি গ্রাহকরা। এক সপ্তাহের মধ্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন তারা।

.

গ্যাস সংযোগের দাবিতে এর আগে ২৫ হাজার গ্রাহক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।

গিয়াসউদ্দিন চৌধুরী নামে এক ঠিকাদার জানান, অন্যান্য এলাকায় গ্যাস দেওয়া হলেও তার এলাকায় গ্যাস দেওয়া হচ্ছে না। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার ঘাটতিকে দায়ী করেন।

কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী নাওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা, বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও চট্টগ্রাম নাগরিক আন্দোলনের কো-চেয়ারম্যান হাজী শফিকুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র অধ্যাপক রেখা আলম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ সগীর আহমদ। সংগঠনের সদস্য সচিব একেএম অলিউল্লাহ হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সুফী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সরোয়ার আলম, কেজিডিসিএল ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরী, সংগঠনের যুগ্ম সদস্য সচিব মানিক হাওলাদার, সেলিম হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য নবী চৌধুরী, সংগঠনের ১৭নং ওয়ার্ড শাখার সভাপতি অধ্যাপক সোলেমান হোসেন রাজু, সাধারণ সম্পাদক জসিম সিকদার, ১৬নং ওয়ার্ড শাখার সভাপতি শফিউল আজম, ৪নং ওয়ার্ড শাখার সভাপতি কামাল আহম্মদ চৌধুরী, মোস্তাক আহম্মদ চৌধুরী, বায়েজিদ থানার সভাপতি শফিউল আলম সগীর, সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন, ৩নং ওয়ার্ড শাখার সভাপতি আবদুস শাকুর ফারুক। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম.এ মন্নান খান, ঠিকাদার সমিতির সভাপতি ইকরাম চৌধুরী, হারুন অর রশীদ, আবদুল মালেক শেখ, শওকত হোসেন হাওলাদার, শেখ মহিদুল ইসলাম মহিদ, মোল্লা তোফায়েল যোসেফ প্রমুখ।