অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

3
151503death_rape_kalerkantho_pic
ছবি: প্রতিকী

চট্টগ্রাম মহানগরীতে এক নারী চিকিৎসক ৮তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তার নাম ডা. শিরিন আক্তার চৌধুরী (৫২)

বুধবার বিকেল ৩টার দিকে নগরীর খুলশী থানার ৬ নং রোডের ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, মহিলা মানষিক রোগী ছিলেন। আজ দুপুরে তিনি নিজ ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান। আমরা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

ওসি নিজাম জানান, শিরিন আক্তার চৌধুরী নগরীর বন্দর থানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী ফারুখ রশিদ এবং দুই মেয়ে চিকিৎসক।

মহিলার স্বামী আমাদের বলেছেন তার স্ত্রী ডা. শিরিন আক্তার মানসিক বিকারগ্রস্থ ছিলেন।

৩ মন্তব্য
  1. রস আন বিদ বলেছেন

    জোর করে মনে হয় কিছু করতে

  2. Sakhawat Hossain বলেছেন

    Very sad.

  3. Arora Alam Othoy বলেছেন

    apna akjon dr kano apna amon korlan