আনোয়ারায় ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাত্তার মাঝিঘাট এলাকা থেকে দুই বস্তা (চার লাখ) ইয়াবাব ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পূবাঞ্চল শাখার মিডিয়া অফিসার ইমরান পাঠক ডট নিউজকে জানান, ইয়াবাব পাচার এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ২বস্তা ইয়াবাব ফেলে পাচার কারীরা পালিয়ে যায়। তবে কতো পিছ ইয়াবা আছে তা গেনে পরে বলতে পারবেন বলে জানান তিনি। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৭ থেকে ১৮ কোটি টাকা হবে বলে তিনি জানান।
কি দরকার,আবার কে হচ্ছে বাবুল আকতার!