
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অধীনে ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬ জায়গায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে। আগামী ১৩ সেপ্টেম্বর মুনলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
নগরীতে প্রথম ও প্রধান ঈদের জামাত সকাল পৌনে আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠত হবে পৌনে নয়টায়।
জমিয়াতুল ফালাহ মসজিদের সিনিয়র ইমাম নূর মোহাম্মদ সিদ্দিকী প্রথম ঈদ জামায়াতে ইমামতি করবেন। আর একই মসজিদের ইমাম মো. জালাল উদ্দিন দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন।

এছাড়া বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত হবে সকাল ৮টায়। একই সময়ে জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাতও অনুষ্ঠিত হবে। লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাতসহ নগরীতে মোট ১৬৬ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রত্যেক এলাকায় ঈদ জামাতের স্থান ও সময় জানিয়ে মাইকিং করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
অন্যদিকে নগরীর সিটি কর্পোরেশনের আওতায় না থাকা মসজিদগুলেোতে ঈদ জামাতের আয়োজন করছে সংশ্লিষ্ট মসজিদ কমিটি।
এদিকে ঈদের জামাত চলাকালে এবং ঈদে নগরবাসীর নিরাপত্তার জন্য সিটি কর্পোরেশন এলাকাতে বিশেষ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।