রাউজান ও আনোয়ারায় অগ্নিকাণ্ডে কাগজের গোডাউন ও বসত ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা ও রাউজানে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বসত ঘর একটি কাগজের পরিত্যক্ত গোডাউন পুড়ে গেছে। দুটি অগ্নিকাণ্ডে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস কট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা প্রহ্লাদ সিংহ জানান, শুক্রবার জেলার আনোয়ারা উপজেলা চৌমুহনি এলাকায় একটি পরিত্যক্ত কাগজের গোডাউনে আগুন লাগলে এটিসহ আরো ৪ মালিকের ৮কক্ষের বসত ঘর পুড়ে যায়। সকাল সাড়ে ৯টায় লাগা এ আগুন নির্বাপণ হয় ১১টা ০৫ মিনিটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে জানান এ কর্মকর্তা।
পটিয়া এবং নগরীর লামা বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।
এদিকে এর আগে ভোরে রাউজানের গহিরার রাশেদ সিকদারের বাড়িতে অপর এক অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে যায়। এতে ২ লাখ টাকার ক্ষতি এবং ৫লাখ টাকার সম্পদ রক্ষা করা হয়। রাউজান ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে বলে জানান ফায়ার সার্ভিস কট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা প্রহ্লাদ সিংহ।