অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাগড়াছড়ির আলুটিলায় পুলিশের তিন ঘন্টার নিস্ফল অভিযান

0

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

khagrachari-picture05-08-09-2016
ছিনতাইকারী, ডাকাত ধরতে খাগড়াছড়ির সড়ক সংলগ্ন এলাকায় ঝোপ ঝাড়ের মধ্যে পুলিশ ৩ঘন্টা অভিযান চালায়।

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে খাগড়াছড়িতে পুলিশের তিন ঘন্টার চিরুনী অভিযান চালিয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিস্ফল অভিযান চলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ৩টার দিকে আচমকা খাগড়াছড়ির আলুটিলা পর্যটর কেন্দ্র ও রিছাং ঝর্ণার আশা-পাশের জঙ্গলে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন। অভিযানে খাগড়াছড়ি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রইছ উদ্দিন,রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ,খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ তারেক মো: আব্দুল হান্নান, মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহাদত হোসেন টিটু ও ডিআইও ওয়ান আব্দুস সামাদ মোড়লসহ দুই সার্কেলের অর্ধশতাধিক পুলিশ অভিযানে অংশ নেয়।

khagrachari-picture04-08-09-2016
খাগড়াছড়ি সড়কের পাহাড়ী এলাকায় পুলিশের অভিযান।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে আলুটিলার বিভিন্ন স্থানে সস্ত্রাসীরা নৈশ কোচসহ বিভিন্ন যানবাহন গতিরোধ করে লুটপাটে চেষ্টা চালিয়েছে। এ কারণে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।