জালটাকা তৈরির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ আটক ৫

রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে জালটাকা তৈরির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৫ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের কাছ থেকে এক কোটিরও অধিক জালটাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং’র সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রী ও জুরাইন এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১। আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ জালটাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে র্যাব-১ এর কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এই জাতি যাবে কথায় ????