অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার- ১৫৭

2
13880253_1821477038068222_626421951865600266_n
ছবি: প্রতীকি।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১৫৭ জন আসামীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৭৪৫ পিস ইয়াবা, ৯৫ লিটার চোলাই মদ ও ৪.২২০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিগত ২৪ ঘন্টায় মোট ১৫৭ জন আসামী গ্রেফতার করে। এর মধ্যে জিআর ২৮ জন, সিআর ৩৯ জন ও সাজাপ্রাপ্ত ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।

আরো বলা হয়, অভিযান পরিচালনা কালে পুলিশ ৫,৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৫ লিটার মদ ও ৪.২২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০টি মামলা রুজু হয়। এছাড়াও সদরঘাট থানা পুলিশ ০৫টি মোবাইল উদ্ধার করে বলেও বলা হয়।

২ মন্তব্য
  1. HM Asraf বলেছেন

    এটা কি ঈদ আয়োজন।

  2. Alim Jamaluddin বলেছেন

    Eid bonasher jonno?