অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে পাকিস্তানী ৩ ভাই উধাও

2
CTG Pic Iqbal
প্রতারক ৩ বিহারী ভাই মাজহার ইকবাল খান, ডাঃ কায়সার ইকবাল খান এবং জাফর ইকবাল খান।

চট্টগ্রামে ব্যবসায়িক প্রতারণার মাধ্যমে নগরীর বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে পাকিস্তানী বংশদ্ভুদ বিহারী তিন ভাই উধাও হয়ে গেছে। প্রতারক সহোদররা হলো চট্টগ্রাম নগরীর বিখ্যাত ইকবাল সুইটস নামের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে মালিক মাজহার ইকবাল খান (৪৫), ডাঃ কায়সার ইকবাল খান (৪০) এবং জাফর ইকবাল খান (৩৬)।

এই তিন ভাইয়ের বিরুদ্ধে চট্টগ্রাম আদালত ও থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। বন্ধ রয়েছে তিন ভাইয়ের মালিকানার ইকবাল সুইটসও।

জানা যায়, চট্টগ্রাম নগরীর সিরাজদৌল্লা সড়কের দেওয়ান বাজার এলাকার পাকিস্থানী বংশদ্ভুদ ইকবাল খানের তিন পুত্র স্বাধীনতার পর থেকেই চট্টগ্রামে ইকবাল সুইটসসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছিলো।

তিন ভাইয়ের প্রতারণার শিকার চট্টগ্রামের ব্যবসায়ী ও নগরীর চকবাজার এলাকার বাসিন্দা আবু আহমেদ জানান, পাকিস্তানি বংশদ্ভুদ বিহারী তিন ভাইয়ের মালিকানায় ইকবাল সুইটসসহ আবাসন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলো। তাদের এই ব্যবসা দেখিয়ে চট্টগ্রামে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নানা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন উধাও হয়ে গেছে।

তিনি বলেন, বিহারী এই তিন ভাই আমাকে ২টি ফ্ল্যাট দিবে বলে একাধিক চেকের বিপরীতে আমার কাছ থেকে প্রায় ৩৮ লাখ টাকা গ্রহন করেন। কিন্তু আমাকে যে ফ্ল্যাট দেওয়ার কথা সেই একই ফ্ল্যাট অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে কোটি টাকা ঋণ নিয়ে এখন পলাতক রয়েছে। আমার কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ায় আমি এ ব্যাপারে আদালতে তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত থেকে দুটি মামলায় তিন ভাই মাজহার ইকবাল, কায়সার ইকবাল এবং জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু পুলিশ এখনো এই তিন ভাইকে গ্রেফতার করতে পারেনি।

অনুসন্ধানে জানা গেছে ব্যবসায়ী আবু আহমেদ ছাড়াও চট্টগ্রাম মহানগরীর প্রায় ২০ জন ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তিন ভাই নানা প্রতারণার কৌশলে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা। চট্টগ্রামে আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স কোম্পানি থেকে প্রায় ৩ কোটি টাকা ঋন নিয়ে এই ঋণ পরিশোধ না করায় উক্ত আর্থিক কোম্পানিটি তিন ভাইয়ের মালিকানাধীন ইকবাল টাওয়ার নামের একটি ভবন দখলে নিয়েছে।

কিন্তু একই ভবন আরও একাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট বন্ধক ও বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও প্রতারক তিন ভাইয়ের হদিস পাচ্ছেন না ব্যবসায়ীরা। চট্টগ্রামের ইকবাল সুইটস-এর মালিক তিন ভাইয়ের আর্থিক প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এখন তাদের টাকা ফেরত পেতে থানা, আদালত ও বিভিন্ন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

এ ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা জানান, ইকবাল সুইটস-এর মালিক তিন ভাইয়ের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাদের ঠিকানায় তিন ভাইকে পাওয়া না যাওয়ায় গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

২ মন্তব্য
  1. Ahmed Musa বলেছেন
  2. Sakil Shuva বলেছেন

    😛 😛 😛