অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আদালতের রায় পেলেই জামায়াত নিষিদ্ধ-ইনু

4
enu
তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু।

জামায়াত নিষিদ্ধের বিষয়ে মামলা চলছে। আদালতের রায়ের উপর নির্ভর করছে তাদের রাজনীতি করার ভবিষ্যত। আমরা আদালতের রায়ের অপেক্ষা করছি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় এলজিইডির বাস্তবায়নে আরএইচডি কল্যাণপুর, গোবিন্দপুর, তাঁতিবন্দ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়ে আদালতে একটা মামলা চলছে। আশা করছি আদালত এ বিষয়টি নিষ্পত্তি করবে, আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। ফলে জামায়াত দলগতভাবে নির্বাচন করতে পারছে না। বাকী বিষয়টি হলো তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা আদালতের রায়ের পরে সিদ্ধান্ত হবে।

তথ্যমন্ত্রী ইনু বলেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর পক্ষ নিয়ে পাকিস্তান আবারও প্রমান করলো যে, গণহত্যা ও যদ্ধাপরাধীর পুরনো খাসিলত এখনও বদলায়নি তাদের। এটাও প্রমান হয় যে মীর কাশেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত । তাদের সম্পর্ক অটুট আছে মোটেও ফাটল ধরেনি।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ছাড়াও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ মন্তব্য
  1. জিয়া চৌধুরী বলেছেন

    জাপানী কুত্তা

  2. MD Abdul Aziz বলেছেন

    সহমত

    জিয়া চোধুরী

  3. Md Tanvir বলেছেন

    Tangr opr ota abr lungi danc dew

  4. MD Abdul Aziz বলেছেন

    সহমত