অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে তিনদিনের কৃষি মেলা শুরু

0
তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোজিনা আকতার।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
পরিবেশ রক্ষায় বৃক্ষ অত্যন্ত জরুরী। তাই ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন পরিহার্য। এ দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হলেও পুষ্টিতে অনেক পিছিয়ে আছে। পুষ্টির ঘাটতি পূরণে দেশীয় ফল উৎপাদন বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে কীটনাশক মুক্ত ফল ও সবজি উৎপাদনের মধ্যে দিয়েই সুস্থ জাতি গঠন সম্ভব।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মিলনায়তনে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোজিনা আকতার এসব কথা বলেন।

এর আগে টেলিকনফারেন্সের মাধ্যমে তিনদিনের এ কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মঈন উদ্দিন খান বাদল। এসময় তিনি বলেন, খাদ্যস্বয়ং সম্পূর্ণতা অর্জন করে দেশ এখন খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এ কৃষকদেরই অবদান। অল্প জায়গা অধিক ফসল উৎপাদনে ভূমিকা রেখে চলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

DSC08878
তিন দিনের কৃষি মেলা উপলক্ষে বোয়ালখালি উপজেলা সদরে অনুষ্ঠিত হয় র‌্যালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী ওবায়দুল হক হক্কানী, শাহিদা আকতার শেফু, সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি, প্রকৌশলী সুজিত কান্তি মজুমদার, ভেটেনারী সার্জন ডা. সুমি চৌধুরী, বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শোয়েব মুন্সি, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বেশর দে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ইউনুছ।

অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ মেলা আগামী বৃহস্পতিবার শেষ হবে। মেলায় ২০টি স্টল অংশ গ্রহণ করেছে এতে সকলকে পরির্দশন করা আহ্বান জানানো হয়েছে।