হান্নান শাহ লাইফ সাপোর্টে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
হান্নান শাহ’র ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুস বাবুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্যারের (হান্নান শাহ) আজ আদালতে হাজিরার দিন ছিলো। মঙ্গলবার সকালে স্যার আদালতের উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আইসিইউতে আছেন।’
ইন্নালিল্লাহ
দ্রুত আরোগ্য কামনা করছি।