অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাগড়াছড়িতে বিএনপির নেতা বাদলকে গলা কেটে হত্যা

0
Khagrachari Picture(01) 05-09-2016
নিহত বিএনপির নেতা বাদল খাঁর লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে।

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির নেতা বাদল খাঁ-কে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় স্ত্রী কুলসুম বিবিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাতের কোন এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: মিজানুর রমহান জানান, তিন সন্তানের জনক বাদল মিয়া চা বিক্রি করে জীবন নির্বাহ করতো। আজ সোমবার সকালে চা দোকানটি বন্ধ দেখে দেখে স্থানীয় লোকজন দরজা খুলে দেখে গলা কাটা অবস্থায় বাদল খাঁ’র লাশ পড়ে আছে। পাশে অচেতন অবস্থায় স্ত্রী কুলসুম বিবি।

Khagrachari Picture(02) 05-09-2016
অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী কুলসুম বিবি।

ওসি মিজানুর রহমান আরো জানান, কুলসুম বিবিকে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি হাসাপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীর জ্ঞান ফিরলে হত্যাকান্ডের কারণ জানা যাবে।

পুলিশের ধারনা, ঘটনার আগে দুর্বৃত্তরা নেশা জাতীয় কিছু খাইয়েছে।

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন জানান, বাদল মিয়া দীঘিনালা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক ছিলেন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বিএনপির নেতা বাদল খাঁ হত্যাকান্ডের নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।