গরুটির দাম ২০ লাখ টাকা!

এক গরুর দামই ২০ লাখ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের এক ব্যবসায়ী তার একটি গরুর দাম হাঁকিয়েছেন ২০ লাখ টাকা!
গরুটির দাম এত বেশি হাঁকানোর কারণ জানতে চাইলে অনুজ নামের এই ব্যবসায়ী বলেন, গরুটি থেকে প্রায় ২৮ থেকে ৩০ মণ মাংস হতে পারে। গরুটি মোটাতাজাকরণে কোনো কৃত্রিম ওষুধও খাওয়ানো হয়নি। শুধু কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে।
ছয় মাস পর পর কৃমিনাশক খাওয়াতেন পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার শিকদার।
এই চিকিৎসক বলেন, ‘গরুটির জন্মের পর থেকে আমিই তার চিকিৎসা করে আসছি’। কৃমিনাশক ওষুধ ছাড়া আর কোনো ওষুধ খাওয়াইনি।
অনুজ আরো বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে নয় ঘণ্টা গরুর পরিচর্যায় সময় দিই’। ভাত থেকে শুরু করে পরিবারে যত খাবার হয় সব ধরনের খাবারই এই গরুকে খাওয়াই। প্রতিদিন ১১ ধরনের খাবার খাওয়ানো হয়। তিন বছর আগে অনুজ একটি গাভি পালন শুরু করেন। তখন তার নাম রাখেন লিটু। গাভিটি এ পর্যন্ত মোট দুটি বাচ্চা দিয়েছে।
অনুজ বলেন, ঢাকা থেকেও অনেকে গরু দেখতে এসেছেন। গরুটির দাম ২০ লাখ টাকা হাঁকিয়েছি।
জীবিত নাকী গরুটা?
মানুষ।কেন।বানিয়ে
কথা।বলে