চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৬৪

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৪ জনকে আটক করা হয়েছ। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় ৬,৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে নগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে গনমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে জিআর মামলায় ৭ জন, সিআর মামলায় ৯ জন ও সাজাপ্রাপ্ত ৪ জন।
এছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ৬৯৫টি মামলা রুজু করে।
এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২২৩টি।
এ ছাড়া কাগজপত্র বিহীন ৮৯টি গাড়ী আটক করা হয়। তন্মধ্যে সিএনজি ১৪টি।