অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ৩ দিনের আলোকচিত্র প্রদর্শনী

0

Logo JPEGচট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (সিপিজেএ)-র ৩০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে শুরু হচ্ছে ‘মৈত্রী’ শীর্ষক ৩দিনব্যাপী বাংলাদেশ-ভারত আলোকচিত্র প্রদর্শনী।

এ বিকাল ৪টায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রসাশক মেজবাহ উদ্দিন ও ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ হালাদার।

প্রদর্শনীতে উভয় দেশের ফটোসাংবাদিকদের মোট ৪২টি ছবি স্থান পাচ্ছে। এর মধ্যে বাংলাদেশের ২২টি ও ভারতের ২০টি ছবি থাকবে। উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।