অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম পলিটেনিক্যালে ছাত্রলীগের দুটি গ্রুপের সংর্ঘষ

2

20825391আধিপত্য বিস্তার বিস্তার নিয়ে মহানগরীর নাসিরাবাদ চট্টগ্রাম পলিটেনিক্যাল ইনস্টিটিউটে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিজেদের মধ্যে মারামারির ঘটনায় ছাত্রলীগের ৫/৬ জন আহত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি স্বীকার করে ঘটনাস্থল থেকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে পলিটেনিক্যালে দুদল ছাত্রের মধ্যে সংর্ঘষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে ৫/৬ জন আহত হয়েছে শুনেছি।

 

 

২ মন্তব্য
  1. সরল কথা বলেছেন

    উইকেন পড়ে নায় এখনও !!! ধুররররররররর

  2. Saiful Insaf বলেছেন

    ওরা হানাহানি সবচেয়ে ভালো পারে।