সিইপিজেডে পাকিস্তানী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) একটি বিদেশী শিল্প কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সিইপিজেডের ভীতরে অবস্থিত পাকিস্তানী মালিকানাধীন আল হামিদিয়া টেক্সটাইল নামে এ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করে বলেন, আগুন লাগা প্রতিষ্ঠানটির মালিক পাকিস্তানী নাগরিক ফিরোজ আলী ফখরী।
তিনি জানান, আগ্নিকাণ্ডের থবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশন থেকে আমাদের দুটি গাড়ি গিয়ে অর্ধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর আগেই পুড়ে গেছে প্রতিষ্ঠানের মূল্যবান মালামাল। এতে বিদেশী এ প্রতিষ্ঠানে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সম্ভবতঃ রেন্ডিয়াই পরিকল্পিতভাবে এসব করছে।