অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে পুকুরে ভাসছে গ্রাম পুলিশের লাশ

4
DSC02422
পুকুরে ভাসছে গ্রাম পুলিশ আবুল কাশেম লাশ।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ভাসছে আবুল কাশেম (৬০) নামের এক গ্রাম পুলিশের লাশ পুকুরে ভাসছে। শুক্রবার সকাল ৮টার দিকে কালুরঘাট পাথুরিয়া ব্রিজের পাশে একটি স’মিলের পুকুরে এ লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

আবুল কাশেমের মরদেহের গায়ে রয়েছে গ্রাম পুলিশের ইউনিফর্ম, পরনে লুঙ্গি, হাতে আংটি ও সোনালী রঙের ঘড়ি।

DSC02426তার স্ত্রী শাহনাজ বেগম জানান, আবুল কাশেম গত বুধবার সকাল ৮টার দিকে ঘর থেকে চা নাস্তা করে সাইকেল নিয়ে বের হন। এরপর আর ঘরে ফেরেননি। তার মোবাইলে বারবার ফোন করেও তাকে পাওয়া না পাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়া হয়। আজ সকালে পুকুরে লাশ ভাসতে দেখেন। তবে সাইকেলটি পাওয়া যায়নি।

আবুল কাশেম বোয়ালখালী পৌরসভা অধীনে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। সে কধুরখীল পাঠানপাড়ার কাশেম সওদাগর বাড়ীর মৃত এজাহার মিয়ার ছেলে। কাশেমের ৩ছেলে ও ৩মেয়ে রয়েছে।

বোয়ালখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন লাশ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সকালে পাথুরিয়া এলাকার একটি পুকুরে আবুল কাশেমের লাশ ভাসার খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশটি করেছে। ময়না তদন্তের জন্য ণাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। তার মৃত্যু কিভাবে হয়েছে তা অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

৪ মন্তব্য
  1. Oli Ahmed বলেছেন

    এটা আমাদের জন্য অত্যান্ত লজ্জ্বা ও দুঃখ জনক! যে স্বাধীন দেশের এটা কি অবস্থা।

  2. Saiful Insaf বলেছেন

    হায় রে মানবতা। পুকুরের জলে দিনে দুপুরে ভাসছে গ্রাম পুলিশ। যে গ্রামের শান্তি রক্ষা করবে সেই অশান্তির শিকার।