চট্টগ্রামে গ্রেফতার ৭৮

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭৮জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার মদ ও ২০০ গ্রাম গাঁজা।
বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
সিএমপি জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ১৩ জন, সিআর ০৮ জন আসামী রয়েছে।এছাড়া মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক ৭৫২টি মামলা রুজু হয় এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ১৯২টি। আটক করা হয় ১২টি সিএনজি।