
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা.শাহাদাত বলেছেন বাংলাদেশে এমন কারাগার এখনো হয় নাই যেখানে বিএনপি নেত্রীকে আটকে রাখতে পারে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেরও তিনি আপোষ করেন নাইেএখনো কোন আন্যায় অবিচারের ব্যাপারে তিনি আপোষ করবে না।
তিনি বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকেলে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে বিকাল চারটায় নগরীর কাজির দেউরি থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর যুবদল সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা দিয়ে বেগম জিয়াকে আন্দোলন থেকে সরানো যাবেনা। তিনি আপোষহীন নেত্রী। ১/১১ এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনরাও তাঁকে দেশান্তরিত করতে পারেনি। গনতন্ত্র রক্ষার জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেও রাজপথে থাকতে রাজি। আর এক এক নেত্রী বিদেশে পালিয়ে গিয়েছিলেন।
তিনি যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, রক্ত দিতে জেলে যেতে যুবদল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর, যুবদল নেতা মোশারফ হোসেন দিপ্তী, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আকবর, গাজী সিরাজ, কামরুল ইসলাম, জসিম উদ্দিন ,ইকবাল প্রমুখ ।
চট্রগ্রাম নগর যুবদলের সমাবেশ ও মিছিল।
যতসব চাপাবাজি ……..
Time will say. Because not of the top leader are dalal.
ঠিক ভাই ঠিক বলছেন
2007এ যে রেখেছিল তখন,,,,,
হাওয়া মে উরতা যায়ে,,,,,,,,,,,,,,,
যখন মারা শুরু করবে তখন ঠিকই পালাইবা। শুধু শুধু ছাপা মারার কোন দরকার আছে।
মহানগর বি এন পি ও মহানগর যুবদলকে জানায় আন্তরীক অভিনন্দন। এই আয়োজনটার খবর পাইনি।পাইলে সমস্ত কাজ বাদরেখে আজ যোগ দিতাম। চট্রমেট্রোর সত্বীকারের এই বিপ্বলবী আগুন সমতুল্য নেতাদের একসারীতে দেখে মনে হচ্ছে আমরা হারিয়ে যায়নি।আবার মাঠে নামতে পরবো ইনশাআল্লাহ। এই ভাবে এক থাকলেই সকল সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আমার প্রানপ্রিয় নেতাদের।আমার বড় ভাইদের। আনাদের কাছে শুধু একতা টুকুই ছাই।থাহলেই এই মা ও মাটির মুক্তি সম্ভব।এস এম ফারুক যুবদল বাকলিয়া।
বুঝলাম না।