অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই

0
কতত
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে অগ্নিকাণ্ডে আগুন নির্বাপণে ব্যস্ত ফায়ার সার্ভিস।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে এক অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৬টার দিকে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে দুপুরে বাড়বকুণ্ড বাজারে একটি টেইলার্স দোকালে আগুন লাগে । আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রেনে নিয়ে আনে। তবে পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যার দিকে। তার আগেই পাশাপাশি ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকার গুলো হল সিমা স্টোর, সেলিম স্টোর, ইউছুপ কোকারীজ,পারভীন ক্রোকারিজ, বিপ্লব ক্রোকারিজ, রিয়াদ ক্রোকারিজ, মৌসুমী টেইলার্স, অঙ্গরাজ টেইলার্স,বড়ুয়া টেইলার্স।

ফায়ার সার্ভিস আগুনে ২৮ লাখ টাকার ক্ষয়কাক্ষতি এবং ৪০ লাখ টাকার সম্পদ রক্ষার কথা জানালেও ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানান, অহ্নিকাণ্ডে তাদের অন্তত অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এসময় একজন আহত হয়েছে।