বোয়ালখালীতে ৫ দোকান ও বসতঘরে তালা ভেঙ্গে চুরি
বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপে পাঁচ দোকান ও এক বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে চোরের দল একযোগে তালা ভেঙ্গে এসব ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, খরণদ্বীপ তাঁতঘর এলাকার বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর ফারুক কুলিং কর্ণার, দোলনের মুদির দোকান, সম্ভুর চায়ের দোকান, লোকমানের পান সিগারেটের দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ ও মালামাল নিয়ে যায় চোরের দল।
এছাড়া পশ্চিম খরণদ্বীপ জামতল মফজল আহমদের তালা ভেঙ্গে ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে যায়। এতে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
এঘটনায় বোয়ালখালী থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ঘটনাস্থল পরিদর্শন করেছেন।