চট্টগ্রামে পুলিশ কনেস্টেবল প্রিয় রঞ্জন ১৫ দিন যাবত নিখোঁজ

চট্টগ্রামে এক পুলিশ কনেস্টেবল নিখোঁজ হয়েছেন। তার নাম প্রিয় রঞ্জন চাকমা (৪০)।
গত ৫ আগস্ট মহানগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল থেকে তিনি নিখোঁজ হওয়ার পর থেকে গত ১৫ দিন যাবত তার কোন খোঁজ পাচ্ছে না তার পরিবার।
এনিয়ে সিএমপির বন্দর থানায় সাধারণ ডাইরী করেছেন পরিবার।
নিখোঁজ পুলিশ কনেস্টেবল প্রিয় রঞ্জন চাকমা’র স্ত্রী নীরা চাকমা জানান, প্রিয় রঞ্জন চাকমা দীর্ঘদিন যাবত পুলিশ কনস্টেবল পদে সিএমপি’র বন্দর থানাধীন ফকির হাট নিকটস্থ জেটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। কিছুদিন ছুটি কাটিয়ে গত ১ আগস্ট কর্মস্থলে যোগদান করেন।
এর পর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে কর্মস্থল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে ফাঁড়ি থেকে জানানো হয় যে, গত ৫ আগস্ট সকাল বেলা প্রিয় রঞ্জন চাকমা অসুস্থতা বোধ করলে সরকারী এ্যাম্বুলেন্স যোগে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। কিন্তু এরপর হতে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান স্ত্রী নীরা চাকমা।
জানাগেছে, নিখোঁজ কনেস্টেবল প্রিয় রঞ্জন চাকমা’র গ্রামের বাড়ী খাগড়াছড়ি জেলাধীন সদর থানায় বেতছড়ি মধ্য পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত সুরোজ কুমার চাকমা, মাতার নাম মৃত জ্যোৎস্না চাকমা। তার এডিসন চাকমা নামে এসএসসি পড়ুয়াএকটি ছেলে রয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, কনেস্টেবল প্রিয় রঞ্জন চাকমা’র সামান্য মানিসক সমস্যায় ভুগছিলেন।
এদিকে নিখোঁজ হওয়ার পর দিন পরিবারে পক্ষ থেকে বন্দর থানার জেটি পুলিশ ফাঁড়িতে একচি জিডি দায়ের করা হয়। যার নং-১০৯, তাং ০৬/০৮/২০১৬।
এদিকে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কেউ কনেস্টেবল প্রিয় রঞ্জন চাকমা’র কোন সন্ধান পেলে
নিন্ম ঠিকানা ও ফোন নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ ঠিকানা ঃ স্ত্রী নিরা চাকমা, আম্বিয়া ভবন (৭ম তলা), রুম নং-০২, সল্টগোলা ক্রসিং, বন্দর, চট্টগ্রাম। মোবাইল নং- ০১৫৫৬-৭৭৯-৩১৮, ০১৮১৮-৮৮৭-৬৬১।
???!!!
আইএস এ যোগ দিল নাকি?