অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিতু হত্যার প্রধান আসামি মুছা ভারতে আটক!

10
CTG PIC-Musa - Copy
মিতু খুনের নির্দেশদাতা কামরুল সিকদার প্রকাশ আবু মুছা।

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান আসামি কামরুল সিকদার প্রকাশ আবু মুছা ভারতের কলকাতায় আটক হয়েছেন বলে বিভিন্ন সুত্রে জানাগেছে।

তবে আটককৃত ব্যক্তি মুছা কিনা তা যাচাই বাছাই করতে মঙ্গলবার সকালে পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম কলকাতায় গেছেন। ডিএমপির একজন সহকারী কমিশনারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল কলকাতায় গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম শাখার একটি সূত্র জানায়, আটককৃত ব্যক্তি জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই তদন্তকারী দল কলকাতায় যাচ্ছে।

জানা যায়, মুছা নামে যে ব্যক্তি আটক হয়েছে তার বাড়ি চট্টগ্রামে। এই হিসেবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তিই এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার প্রধান আসামি মুছা হতে পারে।

বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর ব্যাপক তদন্তে বেরিয়ে এসেছে কামরুল সিকদার প্রকাশ আবু মুছার নাম। এই মুছার নির্দেশেই মিতুকে খুন করা হয় বলে দাবি করেছে পুলিশ।

মিতু হত্যার ১৫/২০ দিন পর এই মুছা পুলিশের হাতে আটক হওয়ার কথা শোনা গেলেও পুলিশ তা অস্বীকার করেন।

পুলিশের দাবি তারা মুছাকে গ্রেফতার করতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। মুছাসহ মিতু হত্যার অন্য আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে দেশের সকল বিমানবন্দর এবং স্থল সীমান্ত এলাকাগুলোতে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

মিতু হত্যায় পুলিশের তালিকাভুক্ত আসামিদের মধ্যে এখনো পলাতক আসামিরা হলো ‘হত্যার নির্দেশদাতা’ আবু মুছা, হত্যার সহযোগী মোহাম্মদ রাশেদ, কালু শাহজাহান।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য্য ২৯ জুন পাঠকডটনিউজকে জানান, মিতু হত্যা মামলায় ইতিমধ্যে যেসব আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা হত্যার নির্দেশদাতাসহ অন্য সহযোগীদের নাম জানিয়েছে। এদের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার ঠাণ্ডাছড়ি গ্রামের জনৈক কামরুল সিকদার ওরফে আবু মুছা মিতুকে হত্যার করার জন্য ভাড়াটে খুনিদের সঙ্গে চুক্তি করেছেন বলে গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে।

হত্যা মামলায় সংশ্লিষ্ট পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মিতু হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার করতে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। খুনের নির্দেশদাতা মুছাসহ অন্যান্য পলাতক আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য আসামিদের ছবিসহ দেশের সকল বিমানবন্দর, স্থল বন্দর ও নৌ-বন্দরসমূহে সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যার জন্য ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে চুক্তি করেছিলেন কামরুল সিকদার ওরফে আবু মুছা। এ ছাড়া মুছা হত্যাকাণ্ডে সরাসরি অংশও নিয়েছিলেন। রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাণ্ডাছড়ি গ্রামে মুছার স্থায়ী নিবাস। তবে সে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বহদ্দার হাট এলাকায় বসবাস করে আসছিল। মিতু হত্যার পর থেকেই মুছার চট্টগ্রাম শহরের বাসাটি তালাবদ্ধ রয়েছে। গ্রামের বাড়িতেও তার কোনো সন্ধান পায়নি পুলিশ। ঠাণ্ডাছড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, মুছা এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির মামলার আসামি।

চট্টগ্রাম শহরে গিয়ে মুছা বাবুল আক্তারের একজন বিশ্বস্ত সোর্স হিসেবেও কাজ করছিল বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বর্তমানে মুছা ক্ষমতাসীন দলের সাবেক এক মন্ত্রী এবং প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মিতু হত্যার নির্দেশদাতা মুছাকে গ্রেফতার করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুছাসহ অন্য পলাতক আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মুছাসহ অন্য আসামিদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে বলে সহকারী কমিশনার কামরুজ্জামান জানান।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে সন্ত্রাসীরা গুলি ও ছুরিকাঘাত করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে।

১০ মন্তব্য
  1. Mohammed Farid বলেছেন

    He was Bd police custody, how can he went to India

  2. MD Mohsin বলেছেন

    ভাল খবর

  3. Rahaman Lutfar বলেছেন

    Natok

  4. Elias Haider বলেছেন

    এই লোক আসল মুসা সিকদার কিনা অবিলম্ব’এ যাচাই করা হওক।তাকে নিয়ে আর কোন খেলা দেখতে রাজি নয়।সব রহস্য ছিন্ন করে তার কাছ থেকে আসল সত্য জানতে চাই।মুসাকে বাংলাদেশে জীবিত ফেরত আনা হওক।মিডিয়ার মুখো মুখি করানো হওক।

  5. প্রিয় জন্মভূমি বলেছেন

    আসল কথা জানা দরকার, মিতু হত্যার নেপথ্যে কি ?

    1. প্রিয় জন্মভূমি বলেছেন

      দেশের মানুষ কে এতো বোকা মনে করে কে আইনপ্রয়োগকারী সংস্থা ? কি প্রয়োজন এই সময়ে দেশ থেকে বিদেশে গিয়ে তদন্ত করার

  6. Pallab Das বলেছেন

    শালারে ফাঁশিতে ঝুলাও

  7. Mustafa Nayeem বলেছেন

    এ মুসা সম্ভবত জঙ্গি মুসা। মিতু হত্যার মুসা নয় মনে হয়