অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৬ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

3
1471331281
ফাইল ছবি।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

২৬ আগস্ট থেকে ঢাকা থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (১৬ আগস্ট) অগ্রিম টিকেট বিক্রির সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ।

তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘যাত্রীদের সুবিধার্থে ঈদের ১৫ দিন আগেই আমরা সাধারণত বাসের আগ্রিম টিকেট বিক্রি শুরু করি। এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ আগস্ট) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বাসের টিকেট বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আগামী ২৬ আগস্ট টিকেট বিক্রির সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়। ঈদের তারিখ না পেছালে ২৬ আগস্ট থেকেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।’

৩ মন্তব্য
  1. Ayaar Muhammad বলেছেন

    বাঁশখালী যাওয়ার আগাম টিকেট হবে?

  2. Saiful Islam Shilpi বলেছেন

    হপে হপে, ব্রিজের গোঁরাত থারাই থাকো…

  3. Ayaar Muhammad বলেছেন

    অবুক! ইবা তো বেগ্গিন জানে দেইর!!