পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় বালু বোঝাই মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরকিশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালু ভর্তি একটি মিনি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সংঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দু’জন মারা যান। তারা সবাই অটোরিকশার যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতদের মধ্যে আবুল কালাম (৩৬), জালাল খান (৪৫), আব্দুল মালেক (৩৩), সাধন (২৭) ও হাসিনা খাতুন (২৮) এই পাঁচজনের নাম জানা গেছে। এদের বাড়ি সাঁথিয়া ও সুজানগর উপজেলায়। নিহত অপর একজনের নাম পরিচয় জানা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।