ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আলাউদ্দীন (২২)। শুক্রবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯ টায় ফটিকছড়ি ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকার এ ঘটনা ঘটেছে।
ফটিকছড়ি খানার এস.আই মো. শফিকুল ইসলাম জানান, মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান মো আলাউদ্দিন। সে উপজেলা দক্ষিণ পাইন্দং তাজুল ঘাটা এলাকার মুহাম্ম হোসেনের পুত্র।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটি আটক করে। পিকআপের চালক পালাতক রয়েছে বলে জানায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।