অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বিমান বন্দরে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘন্টার মাথায় ফের স্বর্ণের চালান আটক করা হয়েছে। এবার পাঁচ কেজি স্বর্ণসহ (৪৫ বার) এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক বিমান যাত্রীর নাম মো. গিয়াস উদ্দিন।

আজ বুধবার সকাল ৮টার দিকে মাসকট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট যোগে তিনি চট্টগ্রামে আসেন। এর আগে গতকাল মঙ্গলবার সকালে শাহ আমানতে মালিকবিহীন ৬৫ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মাসকট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট যোগে চট্টগ্রামে এসে নামেন মো. গিয়াস উদ্দিন নামের এক যাত্রী। বিমানবন্দরে পৌঁছার পর যাত্রীরা নামার আগেই আমরা সেখানে যাই। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৪৫টি সোনার বার জব্দ করি। এরপর ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন পাঁচ কেজি ২৪৮ গ্রাম। যার বাজারে বর্তমান মূল্য আনুমানিক সোয়া ২ কোটি টাকা।

আটক যাত্রী গিয়াস উদ্দিনের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।