অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বৃষ্টি ও জোয়ারের পানিতে সয়লাব ইপিজেড ও বিমান বন্দর সড়ক

2
03
বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে যায় সিমেন্ট ক্রসিং বিমান বন্দর রোড। ছবি: বাবুল হোসেন বাবলা।

সকালে প্রবল বৃষ্টি সে সাথে জোয়ারের পানিতে একাকার হয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর নিম্মাঞ্চল। নগরীর ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং হয়ে রুবি সিমেন্ট গেইট পর্যন্ত সড়কে পানির ঢল নামে। এতে দিনভর যান চলাচল ব্যহত হয়। বেড়ে যায় জনদুর্ভোগ।

SAM_4320
জোয়ারের পানি ও বৃষ্টিতে একাকার হয়ে জলজট সৃষ্টি হয় বিমান বন্দর সড়কে।

কোন কোন স্থানে হাটু থেকে কোমর সমান পানি জমেছে। তবে দুপুরের দিকে চসিক পরিচ্ছিন্ন কর্মীরা এসে ড্রেনের ময়লা ওপার্শ্ব’র নেভীর দেয়াল ঘেষা ড্রেন বন্ধ থাকায় পানি সহজেই কর্নফুলিতে নামতে না পারাতে এই অস্বভাবিক জলযট সৃস্টি হচ্ছে বলে স্থায়ী বাসিন্দারা জানান। শিল্প এলাকায়  বিভিন্ন অফিসগামী  লোকজনের চলাচলে নিদারুন সমস্যায় পড়তে দেখা গেছা।

02
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গ এয়ারপোর্ট সড়কের দৃশ্য এটি।

এছাড়া বুধবার ভোর রাত থেকে নদীর  জোয়ারের পানিতে এলাকার হিন্দুপাড়া, নুরগনি পাড়া, মহাজন পাড়া, নয়াহাট ও নিউমুরিং এলাকাতে হাটু সমান পানি জমেছে বলে জানান সাজু নামের এক স্থায়ী বাসিন্দা।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে,৩নং সর্তক সংকেত জারি থাকায় আরো কয়েক প্রবল বৃষ্টি সহ ভারী বর্ষন এবং অস্বাভাবিক জোয়ারের পানি বাড়তে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

২ মন্তব্য
  1. Md Parvaj Hussain বলেছেন

    (y)

  2. Md Abul Kalam বলেছেন

    it will continue