চট্টগ্রামে ট্রাফিক পুলিশের অভিযানে আটক ৮১টি গাড়ী: মামলা ১০৪৫টি

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য কের যানবাহন চালানোর অভিযোগে এক হাজার ৪৫টি মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। এসময় বৈধ কাগজপত্র নাথাকায় সিএনজি অটোরিকশাসহ ৮১টি গাড়ি আটক করা হয়। রবিবার সকাল থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ঘন্টা অভিযানে এসব মামলা ও গাড়ি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান জানান, নগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ অভিযান চলছে। অভিযানে বিগত ২৪ঘন্টায় মিটারে না চলায় ১৬টি সিএনজি অটোরিকশা আটক ও ৪২৭টি মামলা এবং আইন অমান্য করায় অন্যান্য ৬৫টি গাড়ি আটক ও ৬১৮টি মামলা করা হয় । জরিমানার আর্থিক পরিমান ৪,৭১,১৫০/- টাকা।
উল্লেখ্য, এর আগেও মিটারে সিএনজি চালিত অটোরিকশা না চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিটিএ)। ওই সময়ে অভিযানে মোট মামলা হয় ১৯শ ২৫টি ও গাড়ি আটক হয় ৭৭টি।