বোয়ালখালীতে কমিউনিটি সেন্টার থেকে যুবকের লাশ উদ্ধার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টার থেকে কবির (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উদ্ধার করা লাশটি কমিউনিটি সেন্টারের বয় বলে জানাগেছে।
যুবক কবির মৃত্যুর কারণ জানতে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী। তিনি জানান, উপজেলার কানুনগোপাড়া তাজ পার্ক নামের কমিউনিটি সেন্টারের বয় কবির গতকাল রবিবার রাতে একটি বিয়ের আপ্যায়নের থালা ধোয়ার কাজ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে কমিউনিটি সেন্টার কতৃর্পক্ষ।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
কবির কক্সবাজার থানার পাহাড়তলী রহমানীয়া মাদ্রাসা এলাকার ছৈয়দ করিমের ছেলে বলে জানা গেছে।